উত্তম গোলদার, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে জনমনে স্বস্তি ফেরাতে পটুয়াখালীর মির্জাগঞ্জে উদ্বোধন করা হয়েছে টোল ফ্রি "কৃষকের বাজার ভোক্তার বাজার"। আজ বুধবার (৫ মার্চ) বেলা ১১টা থেকে উপজেলা সদরস্থ সুবিদখালী বাজারে আনুষ্ঠানিকভাবে এ বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম।
এ সময় এখানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুল্লা আল মামুন, বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মনির, বাজার কমিটির সভাপতি, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও বনিক সমিতির কষাধ্যক্ষ মোঃ খোকমন সিকদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সুবিদখালী বাজারে মুদি-মনোহরী দোকান, মাছ বাজার, ব্রয়লার মুরগী ও গরুর মাংসের দোকান পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম বলেন, এ বাজারে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য কোনো মধ্যস্বত্বভোগীর সহায়তা ছাড়াই বিক্রি করতে পারবেন। কিছু মধ্যস্বত্বভোগীর কারণে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান না এবং একই সঙ্গে ক্রেতারাও ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারছে না। এই ‘কৃষকের বাজার ভোক্তার বাজার’ পয়েন্টে খুব তাড়াতাড়ি ৬৫০টাকা প্রতি কেজি গরুর মাংস বিক্রি শুরু হবে। তাই ‘কৃষকের বাজার ভোক্তার বাজারে’ কৃষকরা তাদের উৎপাদিত পণ্য এখানে সরাসরি টোল বিহীন বিক্রি করতে পারবেন। এতে কৃষকরাও লাভবান হবে এবং ক্রেতারাও অপেক্ষাকৃত স্বল্পমূল্যে সবজি ক্রয় করতে পারবেন। বিভিন্ন দোকান পরিদর্শন শেষে তিনি ক্রেতাদের সাথে কথা বলেন এবং বিক্রেতাদেরকে কোন পণ্য মজুদ করে কৃত্তিম সংকট সৃষ্টি না করার আহবান জানান।