মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনার মামলার আসামি শাহ আলম বিশ্বাস (৫৫) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে ডেভিল হান্টের বিশেষ অভিযানে আসামির নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
আটক শাহআলম বিশ্বাস উপজেলার মজিদবাড়ীয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের মৃত কোব্বাত আলী বিশ্বাসের পূত্র। একই সাথে চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত এবং মজিদবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির কেন্দ্র ঘোষিত উপজেলা পর্যায়ের অবস্থান কর্মসূচিতে অংশ নিতে কাঠালতলী থেকে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে আসার পথে বেলা ১১ টার দিকে উপজেলার সুবিদখালী তিন রাস্তার মোড়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ঘটনার পরিপ্রেক্ষিত গাড়ি চালক আলমগীর হোসেন বাদী হয়ে চলতি বছরের ২৬ আগস্ট মির্জাগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে আ'লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও শ্রমিকলীগের ১০২ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ আরো ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি বহরে হামলার ঘটনার মামলায় শাহ আলম বিশ্বাসকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আইনশৃংখলা রক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।