সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: জনসেবায় কাজ করে যাচ্ছেন মানবিক ইউএনও মোঃ শাহ আলম মিয়া। নওগাঁ জেলার মান্দা উপজেলায় কর্মরত মানবিক (ইউএনও) শাহ আলম মিয়া। জনসেবামূলক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। জনগণের সেবায় নিজেকে সম্পৃক্ত করে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মানবিক ইউএনও হিসেবে।
নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রবেশ করতে লাগে না কোন অনুমতি। ইচ্ছা করলে যে কেউ তার অফিসে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারেন। জনসাধারণকে অফিস রুমে নির্বিঘ্নে প্রবেশ করার সুযোগ দেওয়ার জন্য ইতোমধ্যে তিনি সকল কর্মচারীদেরকে নির্দেশ দিয়েছেন।
তিনি মান্দা উপজেলায় যোগদানের পর থেকেই যুগান্তকারী কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে বেশ আলোচিত হয়েছেন। দৃষ্টান্ত স্থাপন করেছেন অবৈধ দখলদার ও ভূমিদস্যুদের হাত থেকে প্রায় ২৩ শত একর জমি উদ্ধারের মাধ্যমে। জমি উদ্ধার করে তিনি প্রকৃত জমি মালিকদের নিকট হস্তান্তর করে আলোচনার মুখপাত্র হয়েছেন। মানবিক পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে তিনি স্পট শুনানীর মাধ্যমে অসহায় মানুষের মাঝে বিলমান্দা মৌজায় সাড়ে ৫শত একর, উৎরাইল মৌজায় ৮ শত একর ও চকবালু মৌজায় সাড়ে ৯ শত একর বেদখল সম্পত্তি উদ্ধার করে প্রকৃত জমি মালিকদের নিকট হস্তান্তর করেন।
ইউএনও'র এমন মানবিক পদক্ষেপে দীর্ঘদিন থেকে বেদখল হওয়া সম্পত্তিগুলো অসহায় পরিবার ফিরে পেয়েছে। অসহায় মানুষের মুখের মলিনতা দুরীকরণের মাধ্যমে ফিরিয়ে দিয়েছেন হাস্যোজ্জ্বল প্রাণ। পক্ষান্তরে প্রভাবশালীরা কোণঠাসা হয়ে পড়েছেন। শুধু তাই নয়, জমিসংক্রান্ত ভয়াবহ খুন-খারাবি 'র মত দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির মধ্যদিয়ে ফিরেছে দিয়েছেন স্বস্তি।
পাশাপাশি তিনি ভূমিহীন, গৃহহীন ও অসহায় পরিবার গুলোকে ত্বরান্বিত করতে সরকারি সম্পত্তি লীজ প্রদানের জন্য আবেদন নেওয়া শুরু করেছেন। যাতে ন্যায্যতার ভিত্তিতে প্রকৃত ভুমিহীন অসহায় পরিবারগুলো সরকারি জমি পত্তনী লাভের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারেন। একই সাথে উপজেলায় স্বস্থি ফিরাতে অন্যায়ের বিরুদ্ধে নিরলসভাবে ক্ষমতাসীন সিংহ পুরুষদের সঙ্গে লড়াইয়ের মাধ্যমে নীতিগতভাবে কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন। ইতিমধ্যে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ও নায্যমূল্যে সকল প্রয়োজনীয় খাদ্যদ্রব্য দাম নিশ্চিত করতে কাজ শুরু করেছেন। এছাড়াও তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ বিভিন্ন দখলদার মুক্তসহ প্রতিনিয়ত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যহত রেখেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া জানান, আমার ওপর অর্পিত সব দফতরের সরকারি নির্দেশনা সফলভাবে বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্বের পাশাপাশি মানবিক কাজসহ সকল অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাবো।