কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পশ্চিম সীমানা দিয়ে বহমান ইছামতি নদীতে বালুখেকোদের দেয়া অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে সংবাদ পেয়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনামুখী ইউনিয়নের দক্ষিণ পাইকপাড়া নামক স্থানে ইছামতি নদীতে অভিযান পরিচালনা করেন।
এসময় স্থানীয় বালুখেকোদের বালু পরিবহনের জন্যে নদীর পশ্চিম তীর থেকে পূর্ব তীর পর্যন্ত একটি অবৈধ বাঁধ দেখতে পান তিনি। ওই বাঁধের কারণে নদীতে চলা মৃদু স্রোতও বন্ধ হয়ে গিয়েছিলো। পরে ঘটনাস্থলে থাকা মাটি কাটার এস্কেভেটর মেশিন দ্বারা ওই বাঁধ পুরোপুরি গুড়িয়ে দেয়া হয়। এতে করে স্থানীয় লোকজনের মাঝে স্বস্থি ফিরে আসে।
এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক বলেন, একটি নদীকে বাঁধ দিয়ে স্তব্ধ করে দিয়ে অবৈধ বালু বিক্রি করছিলেন একটি চক্র। জনস্বার্থে সেটি অপসারণ করা হয়েছে। অভিযান চলাকালে কাউকে পাওয়া যায়নি বলেও তিনি জানান।