মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে মাদকাসক্ত ছোট ভাইয়ের কাস্তের এলোপাতাড়ি আঘাতে বড় ভাই আতিয়ার রহমানের (৫৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান আটপুনিয়া বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই শরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান আটপুনিয়া বালুপাড়া গ্রামের মৃত. মতিয়া মিয়ার বড় ছেলে আতিয়ার রহমান (৫৫) কৃষি জমিতে কাজ শেষ করে বাড়িতে আসার পর বারান্দায় বিশ্রাম নিচ্ছিলেন। এসময় তার ছোট ভাই শরিফুল ইসলাম (৪০) মাদক সেবনের জন্য টাকা চায়। কিন্তু আতিয়ার টাকা দিতে অস্বীকার করে। পরে কোন কিছু বুঝে ওঠার আগেই শরিফুলের হাতে থাকা কোদাল দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন, এরপর হাতে থাকা কাস্তে দিয়ে গলায় টান দিতে থাকেন এবং ঘটনাস্থলেই আতিয়ার রহমান মৃত্যুবরণ করেন। স্থানীয় লোকজন শরিফুল ইসলামকে আটক করে পুলিশের হাতে সোর্দপ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ অভিযুক্ত শরিফুল ইসলামকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।