জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে গণধর্ষণ মামলার আসামি দেলোয়ার হোসেন সবুজ (৪৩) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ মার্চ) বিকালে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আবদুর রব সওদাগর বাড়ির মৃত আব্দুল হকের ছেলে।
উল্লেখ্য; গত ১৪ ফেব্রুয়ারি রাতে ওই গ্রামের সিএনজি অটোরিকশা চালক রাজু ও তার সহযোগী সবুজ এক গৃহবধূকে তুলে নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদলের মৎস্য খামারের পাড়ে আম গাছের নীচে জোরপূর্বক ধর্ষণ করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজিদ আকন তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।