ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল বাকী (৭০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার সিংড়া ইউনিয়নের মারুপাড়া গ্রামের মৃত আব্দুল কাফি মিয়ার ছেলে।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল আনুমানিক ১০ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের রানীগঞ্জ বাজারের সিংড়া ইউনিয়নের পরিষদের সামনে এ দূঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত আব্দুল বাকী বাড়ি থেকে বাই-সাইকেল নিয়ে টিসিবির পন্য কেনার উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছিলে দিনাজপুর গামী একটি কাভার্ড ভ্যান (যাহার নং- ঢাকা মেট্রো-ম-১১-৭৯১৫) পিছন থেকে স্বজোরে ধাক্কা দিলে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাকোয়া গ্রামের সবুজ মিয়ার ছেলে ফারুক আহমেদ (২৪) কে আটক করে কাভার্ড ভ্যানটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে।