মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখার উদ্যোগে পৌরশহরের টিএন্ডটি মোড় থেকে জামায়াতের উপজেলা সেক্রেটারি আবু হানিফের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা মোড়ে এসে সমাবেশে যোগ দেয়।
সমাবেশ ও মিছিলে সংগঠনটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রমজানের পবিত্রতা রক্ষা ও বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে স্লোগান দেন।
দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঢাকামোড়ের সমাবেশে নেতারা বক্তব্য রাখেন। এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু হানিফ তাঁর বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাসে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ও সাধ্যের মধ্যে রাখতে হবে। পুরো রমজান মাসে মুসল্লিদের কথা বিবেচনা করে ইফতার, সেহরি ও তারাবি নামাজে নিরবচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে। রমজান মাসে কালোবাজারি, মজুতদারি, সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। এছাড়াও অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে।
মিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে উপজেলা নায়েবে আমির আবুল বাশার, বিরামপুর পৌর শাখার আমীর মামুনুর রশিদ, পৌর প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য এহসানুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা দক্ষিণের সভাপতি সাজেদুর রহমান রহমান, সেক্রেটারি বোরহান উদ্দিন, বাইতুল মাল সেক্রেটারি আবুল কালাম আজাদ, ১নং মুকুন্দপুর ইউনিয়ন শাখার আমির বাবুল হোসেন, সেক্রেটারি সামসুদ্দিন মণ্ডল ও ২নং কাটলা ইউনিয়ন শাখার আমির আবদুল মাবুদ প্রমুখ উপস্থিত ছিলেন।