মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী বাজার সংলগ্ন মহাসড়কের পাশে এক অগ্নিকান্ডে দুইটি দোকান ঘরসহ মালামাল ভস্মীভূত হয়েছে। বুধবার দুপুরে একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফার্নিচারের দোকান সহ টিনসেটের গোটা দোকান ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরস্থ সুবিদখালী বাজার সংলগ্ন মহাসড়কের পাশে মোঃ আরিফ নামে ব্যবসায়ী দোকান ঘর ভাড়া নিয়ে ফার্নিচার তৈরির ব্যবসা করতেন। পাশেই পাঁচতলা ভবন ও অন্য পাশে থাকা একটি হার্ডওয়ারের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। মির্জাগঞ্জ ও বেতাগীর ফায়ার সার্ভিস খবর পেয়ে ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে পাঁচ তলা ভবনটি সহ ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোঃ সুমন জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম জানান, অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করে পটুয়াখালী জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করা হয়েছে। ভুক্তভোগীদের আবেদনের প্রেক্ষিতে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান করা হবে।