ঢাকা
১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, মারামারি ও ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এ ঘটনা ঘটে। তবে এতে আহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার প্রতক্ষ্যদর্শীরা জানান, আজ মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে রাজশাহী বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের বক্তব্য দেয়ার সময় শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও নয়ালাভাঙা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম আশরাফ তাকে বক্তব্য না দিতে দিলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হট্রগোল শুরু হয়। এক পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে মারামারি শুরু হয়। এমনকি সমাবেশে বসা চেয়ার ছোড়াছুড়ির ঘটানাও ঘটেছে। পরে বিএনপির একাংশের নেতা আশরাফ ও সদর উপজেলার বিএনপির বহিস্কৃত আহবায়ক ওবায়েদ পাঠান অনুষ্ঠান ত্যাগ করে চলে যান। এসময় সমাবেশের বাইরে বড় ইন্দারা মোড়ে দুটি ককটেল বিস্ফোরিত হয়।

সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রইস উদ্দিন জানান, সমাবেশে প্রটোকল ভেঙ্গে বক্তব্য রাখাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি এবং চেয়ার চালাচালির ঘটনা ঘটে। এসময় দুটি পটকা ফুটে। তবে, সমাবেশের বিঘ্ন ঘটেনি।

জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল(অবঃ) শরীফ উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. মো. রফিকুল ইসলাম(টিপু) ও সদস্য সচিব রফিকুল ইসলাম (চাইনিজ)।

এসময় প্রধান অতিথি বলেন, ‘সংস্কারের নামে সময়ক্ষেপণ করছে অন্তর্বর্তী সরকার। আমরা এর মধ্যে ষড়য়ন্ত্রের আভাস পাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা অনুগ্রহপূর্বক একটি সুষ্ঠু নির্বাচন দেন। একটা নিরপেক্ষ নির্বাচন দেন। যেটা আমরা গত ১৭ বছর ফকুরুদ্দিন-মইনুদ্দিনের সেনা শাসন এবং ১৫ বছর ফ্যাসিস্ট হাসিনার শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি। শুধু একটা কারণে যাতে আমাদের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়। এবং আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দিব। সে যে হোক না কেন; কিন্তু বিএনপির কেন জানি সন্দেহ হচ্ছে, সময়ক্ষেপণের মধ্যে কোন ষড়যন্ত্র লুকিয়ে নাই তো? যদি থাকে তাহলে সেটা পরিহার করবেন। আপনারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিবেন। যাতে আমাদের দেশে একটি গণতান্ত্রিক সরকার ফেরত আসে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram