কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: সরকারের সাত মাস চলে গেছে, এখনো ধর্ষণ, ডাকাতি, ছিনতাই বন্ধ করতে পারেনি, এগুলো বন্ধ করতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে এ কথাগুলো বলেছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী।
তিনি সোমবার রাতে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দক্ষিণ কৈখালীর ফকির বাড়ি বাইতুল আমান জামে মসজিদ ময়দানের ওয়াজ মাহফিলে এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা মনে করেছিলাম হাসিনার পতন হয়েছে, এখন দেশ পরিবর্তন হবে, না কোন পরিবর্তন আসেনি। ইসলাম ছাড়া কোনো পরিবর্তন বা শান্তি আসা সম্ভব না।
রফিকুল ইসলাম মাদানী ভারতকে উদ্দেশ্য করে বলেন, ভারত সরকার আমাদের হুমকি দিলে আমাদের কঠোর হতে হবে। আমাদের বাংলাদেশকে কাউকে দখল করতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা জীবন দিতে রাজি আছি।
প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ধর্ষণ, ডাকাতি ও ছিনতাই এর দায় প্রশাসন এড়াতে পারেনা। তবে প্রশাসনের সাথে আমাদেরও সামাজিক দায়বদ্ধতা আছে। তাদের কাজে আমাদেরকে সহযোগিতা করতে হবে।
ফকির বাড়ি বাইতুল আমান জামে মসজিদ কমিটির উদ্যোগে এ মাহফিলের আয়োাজন করা হয়। দু'দিনের এই মাহফিলে সোমবারের শেষ দিনে প্রধান অতিথি ছিলেন ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী।