তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার বড় গাজীপুর আধ্যাত্মিক সাধক হযরত পীর শাহবাজ (রহ.) এর বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত তিন দিনব্যাপী মেলা শেষ হয়েছে গত বৃহস্পতিবার ভোর রাতে। তবে মেলা শেষ হওয়ার ৩দিন পার হলেও এখনো বিদ্যালয় মাঠের ময়লা-আবর্জনা পরিষ্কার করেনি মেলা কমিটি।
সরেজমিনে রবিবার বিকেলে মেলা বসানো গাজীপুর স্কুল এন্ড কলেজ মাঠে গিয়ে দেখা যায়, ময়লায় সয়লাব হয়ে আছে পুরো মাঠ ও তার আশপাশের এলাকা। মাঠের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে পলিথিন, যত্রতত্র আবর্জনার স্তূপ। এবং অসংখ্য স্থানে পচা-বাসি খাবারের স্তূপ থেকে ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায় পীর শাহবাজ (রহঃ)এর বার্ষিক ওরশ মাহফিল উপলক্ষে প্রতি বছর ফেব্রুয়ারী মাসের ১৭ তারিখে শুরু হয়ে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত স্কুল মাঠে তিন দিনব্যাপী মেলার আয়োজন করে গাজীপুরের গ্রামবাসী। মেলা শেষ হওয়ার সাথে সাথে ২১ ফেব্রুয়ারী সকালে মাঠটি পরিস্কার করে ফেলে মেলার আয়োজকরা। কিন্তু এবছর মেলা শেষ হওয়ার তিন দিনেও পরিস্কার হয়নি মাঠ।
নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, বিগত বছর গুলোতে গাজীপুর গ্রামের আওয়ামী লীগ নেতৃবৃন্দ মেলা পরিচালনা করেছে, এবছর বিএনপি নেতৃবৃন্দ মেলা পরিচালনা করেছেন। আজ তিন দিন হলো মেলা শেষ হয়েছে কিন্তু মাঠ পরিস্কার করার উদ্যোগ দেখছিনা। অথচ মাঠে দোকান বসিয়ে লক্ষ লক্ষ টাকা দোকান ভাড়া আদায় করে মেলা পরিচালনা কমিটি। তার পরও মাঠ পরিস্কার করতে গড়িমসি।
গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বলেন, প্রতি বছর মেলা শেষ হলে পর দিনই মাঠটি পরিস্কার করে ফেলে। আমরা একটি সুন্দর পরিবেশে স্কুলে প্রবেশ করতে পারি। আজ সকালে স্কুলে এসে দেখি মাঠের অবস্থা খুবই নোংরা। অনেকে পচা-বাসি খাবারের দুর্গন্ধে বমি করে দিয়েছে। শিক্ষার্থীদের দাবি আগামী বছর যেনো এই মাঠে মেলা বসতে দেওয়া না হয়।
এবিষয়ে জানতে মেলা পরিচালনা কমিটির সদস্য বিএনপি নেতা কাজী কবির হোসেন সেন্টুকে ফোন করলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আজকে মাঠটি পরিস্কার করার কথা, ঠিক আছে আমি খবর নিচ্ছি।