শামসুল আরেফিন, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ দুই পরিবারকে উপজেলা প্রশাসনের উদ্যোগে দোকান ঘর উপহার দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান দোকান ঘরের চাবি শহীদ পরিবারে কাছে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান দুলাল, সদস্য সচিব মোঃ আবু হাসান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার খোকন চন্দ্র দাস, উপজেলা প্রোকৌশলী অফিসার বি এম মাহমুদুল হাসান, নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম ফরাজী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম সিপার, দৈনিক আমার পিরোজপুর পত্রিকার সম্পাদক অনুপ কুমার সিকদার, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ লিলন, ছাত্রদলের আহবায়ক এইচ এম শামীম হাসান, সদস্য সচিব তারেক আবদুল্লাহ বাপ্পি প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান নাজিরপুর কেন্দ্রীয় হরিসভা মন্দির সংলগ্ন খালের বর্জ্য অপসারণ ও খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।এছাড়াও উপজেলা চত্বরের স্বাধীনতা মঞ্চ আধুনিকায়নের উদ্বোধন করেন এবং জুলাই আগস্ট বিপ্লবে আহত পরিবারের সদস্য এবং দুস্হ মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন।