টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলামের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমাবেশ করার পর শহরের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ মিছিল করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, কেন্দ্রীয় সহ-সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেই সাথে হাসিনার আমলে যে সমস্ত মিথ্যা মামলা দিয়ে জামায়াতে ইসলামীর নেতাদের জেলে রাখা হয়েছে তাদের সকলকেও মুক্তি দিতে হবে। যদি অতিদ্রুত মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা কঠিন আন্দোলনের জন্য মাঠে নামবো।
এসময় বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদ, নায়েবে আমীর আব্দুর রাজ্জাক, সেক্রেটারি হুমায়ুন কবীর। বিক্ষোভে জামায়াতে ইসলামীর প্রায় কয়েক হাজারের মতো নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।