ঢাকা
১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৩৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৮, ২০২৫

তিতাসে শুরু হয়েছে ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী গাজীপুরের মেলা

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা তিতাস উপজেলার গাজীপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী মেলা। প্রতিবছরের ন্যায় এবারও আধ্যাত্মিক সাধক হযরত পীর শাহবাজ (রহ.) এর ওরশ মোবারক উপলক্ষে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) থেকে তিন দিনব্যাপী এ মেলা শুরু হয়। তবে ওরশ মোবারকের আয়োজন তিনব্যাপী হলেও মেলা আমেজ থাকে সপ্তাব্যাপী। মাজার কমিটি ও ভক্তদের মতে এই মেলাটি প্রায় সাড়ে ৩০০ বছর ধরে চলে আসছে। তিন দিনব্যাপী এ মেলাটি বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) রাতে শেষ হবে।

ঐতিহ্যবাহী এই মেলার সবচেয়ে বড় আকর্ষণ হলো বাঙালির চিরচেনা ‘কুস্তি খেলা।’ যা মেলার পাশে আলাদা মাঠে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত পর্যন্ত চলে এ কুস্তিখেলা। এতে মেলায় ঘুরতে আসা প্রতিটি দর্শনার্থীকে মুগ্ধ করে। 

সরেজমিনে মেলা প্রঙ্গন ঘুরে দেখা যায়, মেলায় দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে এসে বিভিন্ন ধরনের দেশি তৈজসপত্রের পাশাপাশি খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। নানা শ্রেণি-পেশার মানুষ মেলায় আসছেন প্রিয়জনকে নিয়ে। তারা বাহারি খেলনা, প্রসাধনী, কাঠের আসবাবপত্র, বাঁশ ও বেতের সামগ্রী, জিলেপি, চুড়ি-গহনাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন। এছাড়াও মেলায় শিশুদের বিনোদনের জন্য রয়েছে সার্কাস, নাগরদোলা ও জাদু প্রদর্শনী। ফলে মেলা ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে পুরো উপজেলায়।

খোঁজ নিয়ে জানা গেছে, বঙ্গদেশে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে হযরত শাহজালাল (রহ.) এর সফরসঙ্গী হিসেবে যে ৩৬০ আউলিয়া এসেছিলেন তাদের একজন হলেন হযরত পীর শাহবাজ (রহ.)। ধর্মপ্রচারের পাশাপাশি আত্মশুদ্ধির জ্ঞানদানে হযরত পীর শাহবাজ (রহ.) কুমিল্লা তিতাস উপজেলার গাজীপুরে বসবাস করতে শুরু করেন। সেখানেই তিনি জিন্দা গায়েব হন। গায়েব হওয়ার পর সেখানে গড়ে ওঠে তার মাজার। এরপর থেকে প্রতিবছর তার ভক্ত ও মুরিদরা তিন দিনব্যাপী ওরশ মোবারক করে থাকে। এছাড়াও কথিত আছে তার মাজার শরীফে কয়েকবার বাঘের আবির্ভাব ঘটেছিলো। বাঘের সঙ্গে তার ছিলো পরম বন্ধুত্ব।

মেলা পরিচালনা কমিটির সদস্য কাজী কবির হোসেন সেন্টু বলেন, প্রতিবছর ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারি হযরত পীর শাহবাজ (রহ.) মাজার প্রাঙ্গণে বাৎসরিক ওরশ উপলক্ষে এই মেলাটি হয়ে থাকে। ইনশাআল্লাহ এবারও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থায় মেলাটি শুরু হয়েছে। সব ধর্ম বর্ণের মানুষ এ মেলায় অংশ গ্রহণ করছেন। তিনি সকলকে মেলায় আসার আহবান জানিছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram