সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: শান্তিগঞ্জে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জয়কলস ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক মাছুম আহমেদকে (২৬) গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শান্তিগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মাছুম উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কালামের পুত্র।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতারকৃত মাছুম আহমেদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে মাছুম আহমেদকে গ্রেফতার করা হয়েছে৷আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।