বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে উপজেলা শহরের প্রধান সড়ক প্রশস্তকরণে রাস্তার দুপাশে জমি অধিগ্রহণের জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
রোববার (১৬ই ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে সাধারণ-জনতার ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বদলগাছী উপজেলা শহরের প্রধান সড়কটি প্রশস্তকরণের কাজ চলছে। সড়ক প্রশস্তকরণ চলমান কাজে সড়কের দুপাশে জমি অধিগ্রহণ না করে এক পাশে অধিগ্রহণের চেষ্টা করায় স্থানীয়রা বৈষম্যর শিকার হচ্ছে বলে মানববন্ধন থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এক পাশে নয় বৈষম্য দূর করে দ্রুত সড়কের দুপাশের জমি অধিগ্রহণের জন্য জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধনের পর একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক জাহাঙ্গীর আলম, টিটু, বেলাল, মাসুূদ, সাথী প্রমুখ।