ঢাকা
১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৪৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৫

টুঙ্গিপাড়ায় মিথ্যা প্রচারের প্রতিবাদে রুপালী লাইফের কর্মকর্তাদের মানববন্ধন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রুপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী ও শাখার ব্যবস্থাপক মোঃ রাকিবুজ্জামানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২ টায় উপজেলার পাটগাতী বাজারের রুপালী লাইফ ইন্সুরেন্স কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন ঐ কোম্পানির কর্মকর্তাবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক মোঃ রাকিবুজ্জামান, সহকারী ব্যবস্থাপক মোঃ হামিম শেখ, শফিকুল ইসলাম ও হিসাবরক্ষক আলী আনসারী।

বক্তারা বলেন, টুঙ্গিপাড়া উপজেলার রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি চলে গেছে ও ঐ শাখার ব্যবস্থাপক মোঃ রাকিবুজ্জামান লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ২০২০ সালের জুন মাসে টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির কার্যক্রম শুরু করে। সেই থেকে সম্পূর্ণ আস্থার সাথে কোম্পানি গ্রাহকের সাথে কাজ করে যাচ্ছে। তাই একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে কোম্পানি ও কর্মকর্তাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। তাই আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram