ঢাকা
১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৩৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৫

রাউজানে আধিপত্য বিস্তারের জেরে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ সাবেক ছাত্রদল নেতা

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু (৩৮) নামে ছাত্রদলের সাবেক নেতাকে গুলিবিদ্ধ হয়েছে।

 শনিবার (১৫ ফেব্রুয়ারী) বেলা ১১টা রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামের শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দিরের সীমানা প্রাচীরের ভিতরে পুকুর পাড়ে এই ঘটনা ঘটে।

 গুলিবিদ্ধ পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু রাউজান সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খানখানাবাদ গ্রামের পিয়ার মোহাম্মদ চৌধুরীর বাড়ির হাফেজ মাওলানা নুর মোহাম্মদের ছেলে। তিনি রাউজান সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা জায়, পেয়ার মুহাম্মদ চৌধুরী বাবু আদ্যপীঠের পুকুরের ঘাট নির্মাণের ঠিকাদারির কাজ নেয়। শনিবার সকাল ১১ টার দিকে কাজ দেখতে ঘটনাস্থলে গেলে ৩টি সিএনজি চালিত অটোরিকশা যোগে ১২-১৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল সেখানে উপস্থিত হয়ে কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে সেখানে থেকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তার সহযোগীসহ স্থানীয়রা। সেখান হতে তাকে নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধিন রয়েছে। বর্তমানে তার অবস্থা বেশ আশংকাজনক। 

 ঘটনার সময় তার সাথে থাকা আরফাত নামের একজন বলেন, আমাকে নিয়ে বাবু ভাই আদ্যপীঠ মন্দিরের সীমানা প্রাচীরের ভিতরে পুকুরের সেচ কাজ দেখতে যাই। সেখানে পৌঁছে বাবু ফোনে কথা বলে আমি গেইটের বাইরে আসি।  এমন সময় সিএনজি চালিত তিনটা অটোরিকশা যোগে এসে ১০-১৫ জনের অস্ত্রধারী সন্ত্রাসী দল ভিতরে প্রবেশ করে কিছু বুঝে উঠার আগে বাবু ভাইকে গুলি করে চলে যায়। বাবু ভাইয়ের পেটে ও পায়ের উরুতে একাধিক গুলি লাগে। এই সন্ত্রাসী দলের মধ্যে রায়হান, আবছার, দিদার, সাজ্জাদ, হাসানদের চিনতে পেরেছি। 

তিনি আরো জানান, গত ১৩ ফেব্রুয়ারী উপজেলার কলদপুরে অনুষ্ঠিত হযরত চাঁদ শাহ (রহ.) এর ওরশের মেলায় রায়হান গ্রুপের ছেলেরা দোকান হতে চাঁদা তুলেছিল। এতে পেয়ার মুহাম্মদ বাবু তাদের বাঁধা দেয়। এর জেরে হয়ত আজকের এই সন্ত্রাসী হামলা।

পেয়ার মোহাম্মদের মা মোরশেদা বেগম বলেন, আমার ছেলে রোজা মুখে নিয়ে পুকুর সেচের কাজ দেখার কথা বলে ঘর থেকে বের হয়েছিল। ১১টার পর খবর পায় ছেলেকে গুলি করে ফেলে গেছে। আমার নিরহ ছেলের উপর যারা গুলি চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শান্তি চাই।

অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দির পৌরহিত তপন চক্রবর্তী বলেন, মন্দিরের সামনের পুকুরে ঘাট তৈরির জন্য সরকারি বরাদ্দ এসেছে। সাব কন্ট্রাক্টর হিসেবে পিয়ার মোহাম্মদ কাজটি শুরু করার জন্য পুকুরের পানি সেচ দিচ্ছেন। সে কাজ দেখবাল করতে আসেন তিনি। এই সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে চলে যায়। আমি ঘটনাস্থলে ছিলাম না। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আসি। আমার প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা আছে। পুলিশ ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি ঘটনাস্থল থেকে ৫-৬ রাউন্ড খোসা উদ্ধার করা হয়েছে ঘটনার তদন্ত চলছে। অপরাধীদের শনাক্তকরণের কাজ চলছে বলে জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram