মোহাম্মদ মহিউদ্দিন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের ৫জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত শিক্ষকরা হলেন, মো. আব্দুর রহমান (বি.কম), মাও. মো. সফিকুর রহমান, মো. হারুনুর রশীদ তালুকদার, মো. আবু জাফর মজুমদার (মরণোত্তর) ও সুকুন চন্দ্র রায় (মরণোত্তর)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিন উল্যাহ’র সভাপতিত্বে, প্রাক্তন শিক্ষার্থী সাইফুল ইসলাম চৌধুরী ও শিক্ষক উম্মে সালমা তন্নীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষার্থী অ্যাড. ইব্রাহীম খলিল মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশ্রাফপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন সোহাগ, প্রাক্তন শিক্ষার্থী আবুল হোসেন মজুমদার, মোজাম্মেল হক কুটু, ফজলুল হক মজুমদার, ডা. কবির হোসেন সোহেল, আবুল বাশার মজুমদার, আক্তার হোসেন, মোজাম্মেল হোসেন ও তাজুল ইসলাম আকাশ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, প্রাক্তন শিক্ষার্থী মোজাম্মেল হোসেন, মনির হোসেন, মোশারফ হোসেন, খোরশেদ আলম ও পলাশ মজুমদারসহ আয়োজন কমিটির সদস্যবৃন্দ।