হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা : দাউদকান্দিতে দেড় হাজার টাকার জেরে একজনকে হত্যার দায়ে দুই আসামি গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধা ৭টায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে উপজেলার পদুয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের তালুকদার বাড়িতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি গ্রাম্য সালিশের দেড় হাজার টাকা ভাগবাটোয়ারা নিয়ে হাবীব তালুকদার (৬০) নামের একবৃদ্ধকে ঐ এলাকার কতিপয় দুষ্কৃতকারীরা পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জুনায়েত চৌধুরীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান,"ঘটনার দিন রাতে নিহতের স্ত্রী মাকসুদা বেগম মাসু বাদী হয়ে ৯জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান পরিচালনা করে এজহারনামীয় দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, আজ শনিবার দুপুর ২টায় ধৃত আসামীদ্বয়কে আদালতে প্রেরণ করা হবে।"
ধৃত এজহারনামীয় ২ নম্বর ও ৯ নম্বর আসামীদ্বয় হলো— উপজেলার নয়ানগর গ্রামের চারু ভূঁইয়ার ছেলে মিজান ফকির (৫০) ও একই এলাকার বাবুল ছয়ালের ছেলে শিপন মিয়া(২৪)।