চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি’র একটি দল অভিযান চালিয়ে প্রাাইভেট কারে ৯৮ বোতল ফেন্সিডিল, ৩৮০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে।
গ্রেফতারকৃতরা হলো, রাজশাহী জেলার কাটাখালী থানার চরতারানগর গ্রামের মোঃ শুকুর আলীর ছেলে মোঃ মানিক মিয়া (৩৯), একই থানার চরখিদিরপুর গ্রামের মোঃ রজত আলীর ছেলে মোঃ ইউসুফ আলী (৩৫) ও একই জেলার শাহমুখদম থানার বড়নবনগ্রাম রায়পাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে মোঃ শফিকুর ইসলাম (৩৫)।
৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দুইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জেলার শিবগঞ্জ থানার শাহবাজপুর ডিগ্রী কলেজের পার্শ্বে আমবাগানে অভিযানকালে একটি সন্দেজনক প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ৯৮ বোতল ফেন্সিডিল, ৩৮০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করে।
আটককৃতদের আজ শুক্রবার শিবগঞ্জ থানায় সোপর্দ শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে শিবগঞ্জ থানা পুলিশ।