ঢাকা
১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৮:০৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৩, ২০২৫

দুর্গাপুরে মাধ্যমিক বিদ্যালয় গুলোতে বই গেছে কম, পাঠদান চলছে টেনেটুনে

আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে মাধ্যমিক বিদ্যালয় গুলোতে বই গেছে কম। এজন্য পাঠদান চলছে টেনেটুনে। ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। এবার রাজনৈতিক পটপরিবর্তনের কারণে শিক্ষাক্রম পরিবর্তন, পাঠ্যবই পরিমার্জন হয়েছে। এ কারণে পাঠ্যবই ছাপার কাজ দেরিতে শুরু হয়। এসব কারণে এবার শিক্ষার্থীদের সম্পূর্ণ বই পেতে দেরি হচ্ছে। সবগুলো বই না পাওয়ার কারণে পাঠদানে ব্যাপক সমস্যা হচ্ছে শিক্ষার্থীদের।

দুর্গাপুরের ৩টি বিদ্যালয়ে গতকাল সরেজমিনে ঘুরে দেখা যায়, মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণীর তিনটি বই পেলেও সপ্তম শ্রেণীর একটি বইও পাওয়া যায়নি। অষ্টম শ্রেণীর তিনটি করে এবং নবম ও দশম শ্রেণীর সব গুলো বই এসেছে। এসব বই তারা তিন দফায় পেয়েছেন।

দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা বলেন, এই বিদ্যালয়ের ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর তিনটি করে বই পাওয়া গেছে। তবে ৯ম ও ১০ম শ্রেণীর সব গুলো পাওয়া গেছে। কিন্তু সপ্তম শ্রেণীর জন্য কোনো বই হাতে পাইনি আমরা।

দুর্গাপুরের মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক জানান, বই না থাকায় ঠিকঠাক ক্লাস হচ্ছে না। তাঁরা অনলাইন থেকে ডাউনলোড করে ক্লাস নিচ্ছেন। বোর্ডে লিখে দিচ্ছেন। শিক্ষার্থীরা সেখান থেকে যতটুকু পাচ্ছে তুলে নিচ্ছে।

দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম বলেন, এখন পর্যন্ত ৭ম শ্রেণীর বই ছাড়া প্রায় সব গুলো শ্রেণীর কমবেশি বই আমরা পেয়েছি। এর মধ্যে নবম ও দশম শ্রেণীর সব গুলো বই পেয়েছি। বই পাওয়া যাচ্ছে ধাপে ধাপে তাই একটু শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হচ্ছে। আমার উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় ৪৪টি, মাদ্রাসা ২০টি সহ মোট ৬৪টি প্রতিষ্ঠান রয়েছে। এবার আমাদের বইয়ের চাহিদা ছিলো ২ লাখ ৫৮ হাজার ৮ শত ৫৫ টি, এখন পযর্ন্ত ৮১ হাজার ৮ শত ৮৫ টা বই পেয়েছি আমরা। এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৭৬ হাজার ৮ শত ৮৫ টি বই। তবে আশা করছি ধাপে ধাপে বাকি সব গুলো শ্রেণীর বই পেয়ে যাবো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram