দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে নাশকতা, মাদক ও ওয়ারেন্টভুক্ত ৭ জন আসামিকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে দুর্গাপুর থানার ওসি দুরুল হোদার দিকনির্দেশনায় ও এসআই রবিউল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স মিলে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় উপজেলার কিশমত হোজা গ্রাম থেকে মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলেমান আলী (৬০), ঝালুকা গ্রামের যুবলীগ নেতা আব্দুস ছালাম, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী জয়নগর ইউপির মাড়িয়া গ্রামের মিঠুন আলী (৩২) ও জয়নগর গ্রামের মনছুর রহমান (৫০)। এছাড়াও ফৌজদারি মামলায় গুড়খাই গ্রামের আব্দুল কাজি (৪৮), মাদকদ্রব্য আইনের মামলায় বাজুখলসি গ্রামের শফিকুল ইসলাম (৫৬) ও ওয়ারেন্টভুক্ত আসামি মাড়িয়া গ্রামের মকছেদ আলী (৫৫) কে গ্রেফতার করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, গত মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক, ওয়ারেন্টভুক্ত ও ফৌজদারি মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা-বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।