ঢাকা
১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০২৫

জয়পুরহাটে গণতন্ত্র উৎসব উপলক্ষে দিনব্যাপী ডেমোক্রেসিওয়াচের যুব ক্যাম্পেইন

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: বেসরকারি মানবাধিকার ও সুশাসন উন্নয়ন সংস্থা ডেমোক্রেসিওয়াচের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক চর্চার যুব ক্যাম্পেইন পালন উপলক্ষে বুধবার বেলা সাড়ে ৯টায় র‍্যালি শেষে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে দিনব্যাপী গণতন্ত্র উৎসব উদ্বোধন করা হয়।

আস্থা নাগরিক প্লাটফর্ম এর সভাপতি রফিকুল ইসলাম শাহিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

জয়পুরহাট যুব ফোরাম সদস্য রাসেল আল রশিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহব, স্থানীয় সরকার এর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ, জাকস এর উপ-পরিচালক আকতার আলী প্রমুখ।

উদ্বোধন শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক সহ অন্যান্য অতিথিবৃন্দ ৫ উপজেলার স্টলসমূহ পরিদর্শন করেন।

দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালীকরণ, নির্বাচন পর্যবেক্ষণ, ভোটার সচেতনতামূলক কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, সুশাসন, আলোচনা সভা, গণতন্ত্র প্রতিষ্ঠা করণে যুবদের ভূমিকা শীর্ষক সেমিনার, যুবদের অংশগ্রহনে নাটক, গান, ক্রীড়া, কুইজসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

এসব কর্মসূচি পরিচালনা করেন ডেমোক্রেসিওয়াচের আস্থা প্রকল্পের ক্লাষ্টার কো-অর্ডিনেটর মহিউদ্দিন মইন, জয়পুরহাট জেলা সমন্বয়কারী নাছিমা বেগম, মনিটরিং কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, নওগাঁ জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ, চাপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়কারী রেজাউল করিম, সিভিক প্লাটফর্মের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram