পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ জলিল সরকারঃ দেশের একমাত্র পাথর খনিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভোর বেলা থেকে পাথর উত্তোলন বন্ধ। আজ মঙ্গলবার পার্বতীপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিঃ পাথর খনি থেকে ভোর বেলা হতেই পাথর উত্তোলনসহ সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। পাথরখনির ভূগর্ভে সচল রাখতে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োজিত অভিজ্ঞ প্রকৌশলী মেরামতের কাজ চালাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান উত্তোলনের কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে বিশেষজ্ঞরা পাথর উৎপাদনের বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। যান্ত্রিক ত্রুটি সেরে গেলেই যে কোন সময় উৎপাদনে যেতে পারে।
জানা যায় মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারি প্রতষ্ঠিান জার্মানিয়া ট্রাস্ট কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড (জিটিসি)
প্রতিদিন ৫হাজার ৫শ থেকে ৬হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করত। মাসে প্রায় ১লাখ ৪৫হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা হতো। ইয়ার্ডে ১০থেকে ১২লাখ মেট্রিক টন পাথর মজুদ রয়েছে। ২০২৪সালে ডিসেম্বর মাসে যান্ত্রিক ত্রুটির ফলে ১মাস বন্ধ থাকার পর জানুয়রি মাসের শেষের দিকে চালু হয়। চালুর পর থেকেই আজ ১১ফেব্রুয়ারি ভোর বেলা থেকে সাময়িকভাবে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদেশি বিশেষজ্ঞরা যান্ত্রিক ত্রুটির মেরামতের কাজে করে যাচ্ছে। উৎপাদন শুরু করতে পারেনি। তবে যে কোন সময় ভূগর্ভের সমস্যা নিরসন হলেই পাথর উত্তোলনে যেতে পারে বলে জানা গেছে।