ঢাকা
১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১১, ২০২৫

বেগুনের ওজন ১কেজি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : দূর থেকে দেখলে মনে হবে লাউ। কিন্তু কাছে গেল ভুল ভাঙে। মাঝারি আকারের লাউয়ের মতো সবজিটি অতি পরিচিত বেগুন। জাতের নাম বারি-১২। একেটি বেগুনের ওজন  কেজির উপড়ে। বড় আকারের এই বেগুনের নাম ‘বারি বেগুন ১২’ হলেও এলাকার লোকজন একে ‘লাউ বেগুন’ নাম দিয়েছে।
গৌরীপুরে প্রথমবারের মতো বারি-১২ জাতের বেগুন চাষ করেছেন আব্দুল জলিল রিপন নামে এক কৃষক। পরীক্ষামূলকভাবে চাষ করে এরই মধ্যে সফলতা পেয়েছেন তিনি। নিজের খেত থেকে বেগুন তুলছিলেন কৃষক রিপন। কয়েকটি বেগুনেই ভরে যাচ্ছিল একটি ঝুড়ি। কারণ, একেকটি বেগুনের ওজন ৮০০ গ্রাম থেকে ১কেজি। বেগুনের আকার এত বড় হবে কল্পনাও করতে পারেনি সে। প্রথমবারেই বাজিমাত করলেন রিপন।

উপজেলার ডৌহাখলা ইউনিয়নের নন্দীগ্রাম গ্রামের কৃষক রিপন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সহায়তায় গত বছর সেপ্টেম্বর মাসে পরীক্ষামূলকভাবে বাড়ির পাশে জমিতে আবাদ করেন বারি-১২ জাতের বেগুন।

আব্দুল জলিল রিপন জানান, আমি এই জাতের বারি বেগুন-১২ প্রথম চাষ করেছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বীজ, সারসহ সকল খরচ দিয়েছে। দেশী বেগুন যেভাবে চাষ করা হয় ঠিক একই রকম পরিচর্যা করতে হয়। এই ফসলটা ফলনে হয় বেশী তাই লাভজনক। খাইতে ভালো, বাজারে চাহিদা বেশী।

দেশি জাতের উচ্চফলনশীল এই বেগুন চাষে কষ্ট কম। রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি বলে জানান তিনি।
চারা রোপন থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত ভালো ফলন পেতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি অফিসের কর্মকর্তারা কৃষক রিপনকে নিয়মিত পরামর্শ দিয়ে গেছেন। ডিসেম্বর মাস থেকেই জমি থেকে বেগুন উত্তোলন করে বাজারজাত শুরু করে কৃষক রিপন।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মফিদুল ইসলাম বলেন, বারি বেগুন -১২, যা ‘লাউ বেগুন’ নামে সারা বাংলাদেশে সমাদৃত; আমরা গৌরীপুর উপজেলায় ৩টা প্লটে প্রদশর্ণী হিসেবে দিয়েছিলাম। আমরা খুব সাড়া পেয়েছি কৃষকের। আমরা এখানে সার, কীটনাশক ও বীজ দিয়েছি। কৃষরা চাষ করেছে। এখানে ১৫থেকে ২০ হাজার টাকা খরচ হয়েছে। কৃষক রিপন এই পর্যন্ত ২৫/৩০ হাজার টাকার বেগুন বিক্রি করেছে, আরো ২৫/৩০হাজার টাকা বিক্রি করতে পারবে।

রিপন বলেন, ‘জমি থেকে ১কেজি পর্যন্ত ওজনের বেগুন পেয়েছি। এখনও কয়েকটি আছে বীজের জন্য। এগুলোর ওজন আরও বেশি হতে পারে।’

বেগুন ও বেগুনের মাঠ দেখতে এবং বেগুন কিনতে অনেকেই আসছেন রিপনের খেতে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর গৌরীপুরে পরীক্ষামূলকভাবে তিনটি প্লটে ১ একর জমিতে বারি-১২ বেগুন চায় করা হয়েছে। ফলন বেশী, লাভও বেশী, রোগবালাই কম, সেচ দিতে হয় কম তাই কৃষকের মাঝে এই বেগুন চাষে আগ্রহ বৃদ্ধি পেয়েছে।

উপসহকারি কৃষি কর্মকর্তা সুমন চন্দ্র দাস বলেন, বারি-১২ বেগুন এবারই প্রথম গৌরীপুরে চাষ হয়েছে। ফলন দেখে কৃষকের মাঝে ব্যপক সাড়া ফেলেছে। তাঁরা এটার চাষ পদ্ধতি এবং বীজ কোথায় পাওয়া যায় জানতে অফিসে আসতেছে। এটা হাইব্রিড বেগুন নয়, এটা উপসী বেগুন। এটা থেকে কৃষক নিজেই বীজ রাখতে পারবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram