বাগেরহাট প্রতিনিধি: অপারেশন ডেভিল হান্টে বাগেরহাটের মোংলা উপজেলায় ৪ জনকে আটক করেছে যৌথ বাহীনি। মঙ্গলবার (১১ ফেব্ধসঢ়;রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার অনিক মাহমুদ এ তথ্য জানান।
তিনি বলেন, সারা দেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন ্ডেভিল হান্ট্ পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা থেকে ভোর ৬ টা পর্যন্ত চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকা এবং বুড়িডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলা, নৌবাহিনী ও পুলিশ এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ওই এলাকা হতে সর্বমোট ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চাঁদপাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৩), আওয়ামী লীগ নেতা-কর্মী মোঃ ডালিম (৫২), মোংলা পোর্ট পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও মোংলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাঁন শফিকুর রহমান (৭২) ও বুড়িরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিধান চন্দ্র রায় (৬৬) কে ১টি দুইনলা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করা হয়।
তিনি আরও বলেন, অস্ত্রসহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে আজ ভোররাতে মোংলার কুমারখালী ও গোয়ালেরমেঠ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পৌর ১ ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং আওয়ামী লীগ কর্মী মো. সাইফুল শেখকে আটক করেছেন পুলিশ।