চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় রিয়াদ চৌধুরী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে, চাঁপাইনবাবগঞ্জ -সোনামসজিদ মহাসড়কের রানিহাটি ঝিল্লীপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ চৌধুরী (১৭) নীলফামারি জেলার সৈয়দুপর থানার মধুপুর গ্রামের রতন চৌধুরীর ছেলে।
রিয়াদের বাবা চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লাইন টেকনিশিয়ান হিসেবে মহরাজপুর পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি করতেন। চাকরির সুবাদে তারা মহারাজপুর এলাকায় বসবাস করতেন।
এ বিষয়ে স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, সকালে মোটরসাইকেলযোগে রিয়াদ মহারাজপুর এলাকা থেকে শিবগঞ্জ যাওয়ার পথে পিবরীত দিক থেকে আসা একটি চাজার্র ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, রিয়াদ জেলা শহরের ফুলকুড়ি ইসলামিক একাডেমির এসএসসি ২৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।