ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বাঘইল স্কুল অ্যান্ড কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্লাটিনাম জয়ন্তীতে সম্মাননা স্মারক ও উত্তরীয় পেয়েছেন ২১ জন মুক্তিযোদ্ধা। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলেজের প্লাটিনাম জয়ন্তীর সৌহার্দ্য মুক্তমঞ্চে এ সম্মাননা স্মারক দেওয়া হয়।
এ সময় আরও ১২ জন গুণী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পূর্তি উৎসব কমিটির সদস্য সচিব ও পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।
সম্মাননা স্মারক ও সংবর্ধনা পাওয়া মুক্তিযোদ্ধারা হলেন- মরহুম আবু সিদ্দিক, মরহুম পিয়ার আলী কালু, সিরাজুল ইসলাম সরদার, নূর মোহাম্মদ, এ কিউ এম সিদ্দিকুর রহমান, কর্নেল গনি, আতিয়ার রহমান, রুহুল আমিন, হারুন অর রশিদ হারুন, খালেকুজ্জামান টোকন, আমিনউদ্দীন মেম্বার, গোলাম মাহাবুজ্জামান, বাবুল সরদার, ওলি আহমেদ, আজিজুর রহমান টুকু, শইদুর রহমান বকুল, আজাহার উদ্দিন মল্লিক, মতিউর রহমান টিপু মল্লিক, আমজাদ হোসেন পান্না, লোকমান হোসেন ও কোরবান আলী।
পূর্তি উৎসব কমিটির স্বাস্থ্য বিষয়ক আহ্বায়ক লে. কর্নেল (অব.) এম এ গনির সভাপতিত্বে ও সাংস্কৃতিক সংগঠক আকতার আঞ্জাম ডনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ৭৫ বছর উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা খায়রুল ইসলাম দুলাল সরদার, আহ্বায়ক ইঞ্জিনিয়ার হাফিজুর আর.এম জাহাঙ্গীর ও এ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। ছোটবেলায় যে বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেই বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে এসে সম্মাননা পেয়ে ব্যাপক উচ্ছ্বসিত হতে দেখা গেছে তাদের।
এ সময় অনুভূতি প্রকাশ করে কয়েকজন মুক্তিযোদ্ধা বলেন, ছোটবেলায় যে বিদ্যালয়ে পড়াশোনা করেছি, সেই বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে এসে সংবর্ধনা পেয়ে আমরা আনন্দিত। যারা এমন একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।