নিজস্ব প্রতিবেদক রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তি উৎসব ও স্মরনিকা উম্মোচন অনুষ্ঠিত হয়েছে।
কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তোসলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ার সায়েন্স বিভাগের অধ্যাপক ও কলেজ গর্ভর্ণিং বডির সভাপতি মোঃ আব্দুল মতিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গোদাগাড়ী উপজেলার চেয়ারম্যান, কলেজ প্রতিষ্ঠাতার সাধারণ সমাপাদক মোঃ ইসহাক আলী বিশ্বাস।
কলেজ অধ্যাপক আব্দুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক মেয়র মোঃ আনারুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আমিনুল ইসলাম, গোদাগাড়ী সরকারী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ এনামুল হক, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ হায়দার আলী, সাবেক কাউন্সলর, সমাজ সেবক মাহাবুবুর রহমান বিপ্লব।
বক্তাগণ বলেন, এলাকার নারী শিক্ষার বিস্তার ঘটাতে প্রায়ত সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারি. মোঃ আমিনুল হক রেল বিভাগের নিকট ১২ বিঘা জমি রেজিস্ট্রি করে গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ ও মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। তার নির্দেশনায় দলমত নির্বিশেষে এলাকাবাসীর সহযোগিতা, পরিশ্রম করে শিক্ষা প্রতিষ্ঠান দুটি গড়ে তুলেন। এ শিক্ষা প্রতিষ্ঠানটি আগামীতে জাতীয়করণ করার জন্য সভাপতির নিকট দাবী জানান।
উপস্থিত ছিলেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমেনা বেগম, গর্ভনিংবডির ইসমাইল হোসেন, সাবেক সদস্য মোঃ আব্দুল হান্নান, বাবলু, প্রধান শিক্ষক আব্দুর রহমান, সাদেকুল ইসলাম প্রমূখ।
কলেজের শিক্ষার্থীরা কয়েক টি স্টলে পিঠা উৎসবের আয়োজন করা হয়। পুরাতন বর্তমান অভিভাবক সদস্য, শিক্ষক, ছাত্রীদের মিলন মেলায় পরিনত হয়। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।