মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের সাবেক কমান্ডার উপজেলা বিএনপি নেতা নিশানবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় জামিরতলা গ্রামের নিজ বাসভবনে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি নেতা বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল, যুগ্ন-আহবায়ক ফারুক হোসেন সামাদ, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক শামীম আহসান ফকির, প্রয়াত বিএনপি নেতা সাবেক চেয়ারম্যানের ছেলে আবদুল্লাহ আল মারুফ (বাবু), যুগ্ন-আহবায়ক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা আফজাল হোসেন জোমাদ্দার সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কাজী খায়রুজ্জামান শিপন কুদঘাটা বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ ও নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।