সোহেল তালুকদার, শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিতে থাকা ২ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার রতনপুর গ্রামের গোলাপ হোসেনের ছেলে জমির হোসেন (৩০) ও একই গ্রামের ফুরিজ আলীর ছেলে আলী নূর (২৬)।
দুর্ঘটনায় আহতরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার রতনপুর গ্রামের কাদিরের ছেলে আমির আলী (২৭), একই গ্রামের ওয়ারিশের আলীর ছেলে আলী আকবর (৩২) ও সমর পালের ছেলে অনিক পাল (২৪)।
শনিবার (০৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ছয়টায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা সেতুর পাশে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা সেতুর পাশে সুনামগঞ্জ হতে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস বিপরীতে দিক থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়। সিএনজিতে থাকা আহত যাত্রীদের শান্তিগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে দায়িত্বরত ডাক্তার জমির হোসেন ও আলী নুরকে মৃত ঘোষণা করেন। তবে তিনজন যাত্রীকে আশংকাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।