ঢাকা
২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:১৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৬, ২০২৫

ঘোড়াঘাটে চেতনানাশক প্রয়োগ করে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে চেতনানাশক প্রয়োগ করে রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক উৎপল সরকারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার কশিগাড়ি গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, স্মার্ট টিভি, ল্যাপটপ ও বিভিন্ন দ্রব্যাদি লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষক উৎপল কুমার সরকার জানান, রাত সাড়ে ৩ টার দিকে আমার মেয়ের শোবার ঘর থেকে ডাক চিৎকার শুনে আমার ঘর থেকে বের হয়ে দেখতে পাই মেয়ের ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। পরে দরজা খুলে ঘটনার বিষয়ে মেয়েকে জিজ্ঞেস করলে, আমার মেয়ে উপমা সরকার (১৬) জানায়, মুখোশ পরিহিত ডাকাত দলের ৫ জন আমার ঘরে প্রবেশ করে আমাকে ডাকতে থাকে। ঘুম থেকে জেগে তাদেরকে বলি আপনারা কারা? জবাবে ডাকাত দলের সদস্যরা জানায়, আমরা ডাকাত। তোমার বাবা মা কে চেতনানাশক প্রয়োগ করা হয়েছে চিৎকার চেচামেচি করলে তোমাকে সহ তোমার বাবা মা কে মেরে ফেলা হবে।

এরপর ডাকাত সদস্যরা আমার মেয়ের হাতের ব্যাচ ও পায়ের নূপুর সহ বাড়ি থেকে প্রায় দেড় ভরি স্বর্ণালংকার, নগদ ৫৬ হাজার টাকা, ২টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ ও স্মার্ট টিভি নিয়ে আমার মেয়েকে বেঁধে রেখে বাহির থেকে ঘরের দরজা বন্ধ করে চলে যায়।

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক ভাবে তদন্ত করা হয়েছে। আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পুরোপুরি তদন্ত শেষে ঘটনার বিষয় বিস্তারিত জানা যাবে।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক মুঠোফোনে জানান, ভুক্তভোগী শিক্ষককের মৌখিক অভিযোগ সাপেক্ষে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram