লালমনিরহাট প্রতিনিধি: 'জাগো বাহে, তিস্তা বাঁচাই' এই স্লোগানকে সামনে রেখে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা নদীর মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক সাবেক উপমন্ত্রী লালমনিরহাট জেলা বিএনপি'র সভাপতি আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে উত্তরের ৫ জেলার তিস্তা নদীর অববাহিকায় আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী ২ দিনব্যাপী জনতার সমাবেশ করার ঘোষণা দিয়েছেন। এ সমাবেশে ৫ জেলার দল মত নির্বিশেষে অগণিত মানুষ অংশ নিয়ে দাবির পক্ষে আওয়াজ তুলবেন বলে আশা করছেন।
এ উপলক্ষে আজ বুধবার সকালে লালমনিরহাটে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক জনাব আসাদুল হাবিব দুলু।
সংবাদ সম্মেলনের তিনি বলেন, এই সমাবেশে অংশ নিয়ে লক্ষ কন্ঠে আওয়াজ তুলুন, তিস্তা বাঁচলে বাঁচবে মানুষ, বাঁচবে প্রকৃতি। তিস্তা উত্তরের ৫ জেলার কোটি মানুষের প্রাণের স্পন্দন। লাইফলাইন বা জীবনরেখা। এক সময়ের প্রমত্তা ক্ষরস্রোতা তিস্তা এখন মৃত প্রায় একটি সরু খালে রুপ নিয়েছে। জন্ম থেকে জন্মান্তরে বয়ে চলা ছন্দময় তিস্তা এখন উত্তরের মানুষের দুঃখ। যেদিকে চোখ যায় শুধু রুপালি বালুকাময় বিস্তৃত চর। কোথাও কোথাও হাঁটু পানি। পায়ে হেঁটে মানুষ নদী পার হচ্ছে। প্রতিবেশী ভারত এর একতরফা পানি প্রত্যাহার এবং নদীর উৎসমুখে বাঁধ নির্মাণ করে বাংলাদেশের উত্তরের ৫টি জেলার কোটি মানুষের জীবন, জীবিকা, পরিবেশ এবং জীববৈচিত্র্যকে দারুণ ভাবে হুমকির মুখে ঠেলে দিয়েছে। এ অবস্থা চলতে থাকলে আমরা অনিবার্য মরুকরণের দিকে ধাবিত হবো একসময়।
তিনি পরিশেষে সংবাদ সম্মেলনে জানান, এই সমাবেশে সকল ধরনের মানুষ অংশগ্রহণ করলে এই মেগা প্রকল্প বাস্তবায়ন সম্ভব।