পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৮ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯:১০ ঘটিকার সময় পুঠিয়া থানাধীন জিউপাড়া ইউনিয়নের ঝলমলিয়া ঘোষপাড়া (রাজশাহী-নাটোর) মহাসড়কের উপর।
পুঠিয়া অফিসার ইনচার্জ কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে রাজশাহী হইতে নাটোরগামী মা-হাযেরা পরিবহন নামের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৯৬৬৫) ও বিপরীত দিক থেকে আগত একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট ২০-৭৫৬৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রীগণ সহ ট্রাক চালক আহত হয়।
আহতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচির হায়দার আলি ছেলে মোঃ সামসুল (২৮), সিরাজগঞ্জের উল্লাপাড়ার হায়দার আলির ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩২), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের শাহিনুরের ছেলে, মোঃ নাহিদ (২৫), পুঠিয়ার গন্ডগোহালী গ্রামের সাইদুল ইসলামের মেয়ে মোছাঃ ফাতেমা বেগম (২৭) সহ অন্য আহতগণকে স্থানীয় জনসাধারণ চিকিৎসার জন্য পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা প্রদান করেন। পবা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে বাস ও ট্রাকটি আটক করেছেন।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, একটা দুর্ঘটনার খবর পেয়েছি সেখানে আমাদের ফোর্স পাঠিয়েছে।