চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর-হামকুড়িয়া সড়ক দ্রুত সংস্কারের দাবিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার জার্দিস মোড় এলাকায় মানববন্ধন করেছে এলাকার সাধারণ মানুষ।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, শেখ জাবের আল শিহাব প্রমুখ বক্তব্য দেন।
এসময় বক্তারা বলেন, চাটমোহর থেকে দেশের বিভিন্ন এলাকায় দ্রুত সময়ের মধ্যে যাওয়ার অন্যতম এই সড়কটি পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঠিকাদার সংস্কার কাজ ফেলে রেখে পালিয়ে গেছে। ধুলোয় ঢাকা পড়ছে ঘরবাড়ি ও গাছপালা। অসুস্থ হচ্ছে আশপাশের বয়স্ক ও শিশু সহ সাধারণ মানুষ। এতে ভোগান্তি বেড়েছে চলাচলকারী লাখো মানুষের।