চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পর্দানশীন নারীদের চেহারা নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাবতীয় পরিচয় যাচাইয়ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্দানশীন নারী সমাজের ব্যানারে আজ বুধবার বেলা সাড়ে ১১ টার সময় জেলা নির্বাচন অফিসের সামনে চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন, মোসাঃ মাকসুদা সুলতানা, মোসাঃ মাহফুজা খাতুন, মোসাঃ তৌফিকা খাতুন, আহমদ নুরজাজান মতি।
মানববন্ধনে বক্তারা ৩ দফা দাবি তুলে ধরেন। দাবি গুলো হলো- বিগত ১৬ বছর যাবত যেসব সাবেক ইসি কর্মকর্তারা পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে, তাদের বিচারের আওতায় আনা; পর্দানশীন নারীদের ধর্মীয় ও ব্যক্তিগত অধিকার অক্ষুন্ন রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা; সকল ক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মেলানোর সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা এবং পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ার সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক করা।
শেষে পর্দানশীন নারী সমাজের নেতৃবৃন্দ ৩ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা নির্বাচন অফিসার এবং জেলা শিক্ষা অফিসার বরাবর প্রদান করেন।