অতল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের নারায়ণপাশা এলাকায় আজ সোমবার সন্ধ্যার দিকে মো. সুজন হাওলাদার (৩০) নামে এক অটোচালককে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
নিহতের বাবা নবী আলী হাওলাদার অভিযোগ করেছেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মিরাজের (৩০) নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল তাকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে। সুজন হাওলাদার শ্রমিকলীগের সাথে জড়িত ছিল বলে জানা গেছে।
বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুল ইসলাম বলেন, তার শরীরের চার জায়গায় ছুরিকাঘাতের ক্ষত রয়েছে।