মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সোমবার (২৭ জানুয়ারি) ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করেছেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ দেলোয়ার হোসেন। তিনি উপজেলার দুলালপাড়া, আজিপুর, সিদ্দিকপুর ও আদ্যাবাড়ি এলাকা পরিদর্শন শেষে খাজুর ইউনিয়ন পরিষদে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় খাজুর ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ দেলোয়ার হোসেন।
এ সময় অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ গোলাম মস্তোফা, মহাদেবপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আল মামুন, সুপারভাইজার এম. সাখাওয়াত হোসেনসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
এদিন প্রধান অতিথি বিভিন্ন গ্রামে নতুন ভোটারদের সাথে ভোটার তালিকা হালনাগাদকরণ বিষয়ে কথা বলেন।