লিমন হায়দার, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীর লক্ষ্মীপুরে রবিবার (২৬ জানুয়ারি) সকালে মোটরসাইকেল আরোহী ড্যান্স টিচার রাজু শেখ (৩২) পিকআপের চাপায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
নিহত রাজু শেখ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা গ্রামের নজরুল ইসলামের ছেলে। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি আজ দিশেহারা।
দুর্ঘটনার বিষয়ে কথা হলে অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, ফুলবাড়ী থেকে একটি পিকআপ বিরামপুরে যাবার পথে ঘটনাস্থলে স্বজরে বিপরীত দিক থেকে আসা ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনাস্থলের লোকজন জানান, অতিরিক্ত কুয়াশার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।