চাটমোহর (পাবনা) প্রতিনিধি: বাংলাদেশের ছাত্রলীগের চাটমোহর উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুল আলীমকে গ্রেফতার করেছে চাটমোহর থানা পুলিশ।
চাটমোহরের গুনাইগাছা ইউনিয়নের এক বিস্ফোরক মামলায় জড়িত থাকার অভিযোগে সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১ টার দিকে চাটমোহর পৌর সদরের কাজীপাড়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, গুনাইগাছা ইউনিয়নের একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুল আলীমকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।