ঢাকা
১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৫:২৪
logo
প্রকাশিত : জানুয়ারি ২৬, ২০২৫

আম গাছের সাথে এ কেমন শত্রুতা!

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে রাতের আঁধারে এক কৃষকের ৫০০টি আম গাছ ও ১০০টি মালটা গাছ কেটে সাবাড় করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ওই এলাকায় তোলপাড় শুরু হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষক রেজাউল ইসলাম (৫৭) উপজেলার চেংমারী ইউনিয়নের ধোপাকল পূর্বপাড়া গ্রামের মৃত. আশরাফ আলীর ছেলে। তিনি এ ঘটনায় গত শনিবার মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী কৃষক রেজাউল ইসলাম থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ধোপাকল পূর্বপাড়া গ্রামের মাহাবুল ও আব্বাস আলীর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে মাহাবুল ও আব্বাস আলী একই গ্রামের আরাফাত, হাফিজুর, মোকছেদুল ও রমজান সহ ১৫-২০ জনকে সাথে নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাগানে প্রবেশ করেন এবং বাগানে থাকা ৫০০টি আমগাছ ও ১০০টি মালটা গাছ কেটে ফেলেন। এতে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী রেজাউল ইসলাম বলেন, মাহাবুল ও আব্বাস আলীর সাথে জমি-জমা সংক্রান্তের জের ধরে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে মামলা হলেও আমাদের পক্ষে রায় আসে। তারপর থেকে তারা আমাদের বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছিল। এরই জের ধরে গত শনিবার রাতে তারা গুন্ডা বাহিনী নিয়ে এসে বাগানে দেয়া জিআই তারের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে আমার আম ও মালটার বাগান কেটে সাবাড় করে ফেলে। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি। আমি এ ঘটনার বিচার চাই।

স্থানীয় মোশাররফ হোসেন বলেন, রাতে হঠাৎ শব্দ শুনে বাইরে বের হয়ে দেখি মাহাবুল ও আব্বাস সহ বেশ কয়েকজন বাগানের সব গাছ কেটে ফেলে চলে যাচ্ছে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মাহাবুল ইসলাম ও আব্বাস আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram