একে মিলন সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ জেলায় বিচার বিভাগের আয়োজনে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি ) সকাল সাড়ে নয়টায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন বিজ্ঞ সহকারী জজ মো: নসরুল্লাহ।
গীতা পাঠ করেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র। পরে পরিচিতি পর্ব শুরু হয়। পরিচিতি পর্ব শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন স্বাগত বক্তব্য পেশ করেন।
পরবর্তীতে জজশীপে ২০২৪ সালের মামলা দায়ের ও নিষ্পত্তি পরিসংখ্যান উপস্থাপন করেন বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ কাঁকন দে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসীতে মামলা দায়ের ও নিষ্পত্তি পরিসংখ্যান উপস্থাপন করেন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: শাহ আলম। দেওয়ানী মামলা নিষ্পত্তিতে চিহ্নিত প্রতিবন্ধকতা সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজ্ঞ সিনিয়র সহকারী জজ বেগম দিলরুবা ইয়াছমিন।ফৌজদারি মামলা নিষ্পত্তিতে চিহ্নিত প্রতিবন্ধকতা সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন। পরবর্তীতে উন্মুক্ত আলোচনা করা হয় এবং অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির,পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান পিপিএম, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন,পাবলিক প্রসিকিউটর এডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শেরেনুর আলী এবং বিভিন্ন বিচার বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।