চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে স্থানীয় গ্রীনভিউ কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বোর্ড চেয়ারম্যান বায়রন পি বনিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজিব হোসেন।স্বাগত বক্তব্য রাখেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন,অসিত কুন্দা ও পূর্ণিমা রায়ের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন আঞ্চলিক শাখা ব্যবস্থাপক অনিল দত্ত, গাছবাড়ীয়া সরকারি কলেজ অধ্যক্ষ রনজিৎ কুমার দত্ত, ওসি তদন্ত যুযুৎসু যশ চাকমা প্রমুখ।
প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে হীড বাংলাদেশের ঋণগ্রহিতাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত মেধাবী সন্তানদের জন্য এই সংবর্ধনা ও বৃত্তির আয়োজন করা হয় চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে। । জিপিএ-৫ প্রাপ্ত ৪২ জনকে ৫ হাজার টাকা করে, জিপিএ-৪ প্রাপ্ত ২৪২ জনকে ৪ হাজার টাকা করে বৃত্তি এবং ক্রেস্ট, উচ্চ শিক্ষায় ৪ জনকে সহ মোট ১২ লক্ষ ১১ হাজার টাকা প্রদান করা হয়।
সম্মাননা পেয়ে খুশি দরিদ্র পরিবারের এসব শিক্ষার্থীরা। এছাড়া দিনব্যাপি আয়োজনে পটগানের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন দিক সম্পর্কে স্থানীয়দের জানানো হয়।
হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন বলেন, আমরা ক্ষুদা, দারিদ্র ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করছি। আমরা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনা, বিভিন্ন প্রশিক্ষন প্রদানসহ নারীর ক্ষমতায়ন নিশ্চিতে নানা উদ্যোগ রয়েছে আমাদের। ভবিষ্যতে কাজের পরিধি আরও বড় করা হবে বলে জানান এই কর্মকর্তা।