ঢাকা
১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ২:৩৫
logo
প্রকাশিত : জানুয়ারি ২৪, ২০২৫

গুরুদাসপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে নানা আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে আরচ্যারী টুর্নামেন্ট, দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, আরচ্যারী র‍্যালি ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এসব অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার দুপুরে উপজেলার খুবজীপুর হাইস্কুল মাঠে এ তারুণ্যের উৎসবের আয়োজন করে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন। উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সচিব সাইদুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজীব উদ্দীন আহম্মেদ চপল ও সেপাক টাকরো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালী। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

আলোচনা শেষে একই মাঠে পিঠা উৎসবের উদ্বোধন করেন অতিথিরা। এ উৎসবে শীতকালীন ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের পিঠাপুলির প্রদর্শন করা হয়। অতিথিরা পিঠা খেয়ে মুগ্ধতা প্রকাশ করেন। গ্রাম-বাংলার এ পিঠা উৎসবের ধারাবাহিকতা ও ঐতিহ্য ধরে রাখতে আয়োজকদের প্রতি আহ্বান জানান প্রধান অতিথি। এসময় বীর মুক্তিযোদ্ধা ড. সিরাজুল ইসলাম শিশির সহ বিভিন্ন এলাকার শীর্ষ পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পিঠা উৎসব শেষে আরচ্যারী র‍্যালি ও আরচ্যারী টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন সচিব সাইদুর রহমান। সবশেষে দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram