চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ঢাকা থেকে অপহৃত এক ব্যবসায়ীকে ৩দিন পর চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধারের ঘটনায় অপহরণকারীকে থানা পুলিশ ছেড়ে দেয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত ১৯ জানুয়ারি রাতে যমুনা ফিউচার পার্কের সামনে থেকে ঢাকার পশ্চিম রামপুরা হাতিরঝিল এলাকার নূর হোসেন খানের ছেলে রোকনুজ্জামান খানকে অপহরণ করে নিয়ে আসেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার একটি মাদ্রাসার সুপার আব্দুর রাকিব। এবং তাকে তার ভাড়া করা চাঁপাইনবাবগঞ্জ শহরের গাবতলা মোড় এলাকায় একটি বহুতল ভবনে আটকে রাখা হয়। পরে ৯৯৯ এ ফোন দেয়া হলে সদর মডেল থানা পুলিশ ওই ভবনের ৬ তলার একটি ফ্লাটের দরজার তালা ভেঙ্গে তাকে উদ্ধার করে। পরে অপহরণকারী আব্দুর রাকিবসহ রোকনুজ্জামান খানের প্রতারণার শিকার একাধিক নারী-পুরুষ থানায় উপস্থিত হন। পরে অপহরণকারী আব্দুর রাকিবকে ছেড়ে দেয়া হয়।
এ প্রসঙ্গে অভিযুক্ত আব্দুর রাকিব জানান, রোকনুজ্জামান খান চাঁপাইনবাবগঞ্জে ইকো টেক হেলথ কেয়ার লিমিটেড (ইকো টেক ডায়াগনষ্টিক এন্ড ক্লিনিক) প্রতিষ্ঠার লক্ষ্যে ২০২২ সালে প্রায় ৫০ জনের কাছ থেকে শেয়ার বিক্রি বাবদ ৮০ লক্ষাধিক টাকা নিয়ে আত্মসাৎ করে। পরে প্রতারণার শিকার হওয়া কয়েকজন ব্যক্তি তাকে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসে আমার বাসায় রাখে।
এ প্রসঙ্গে সদর মডেল থানার ওসি রইস উদ্দিন বলেন, রোকনুরুজ্জামান একজন প্রতারক। তিনি বহু মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এমনকি রাজশাহীতে দায়ের করা দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে রাজশাহী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে অপহরণকারী আব্দুর রাকিবকে ছেড়ে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, অপহরণের ঘটনা যেহেতু ঢাকায়, তাই তার স্ত্রীকে ঢাকায় মামলা দায়েরের পরামর্শ দিয়ে কথিত অপহরণকারীকে ছেড়ে দেয়া হয়েছে। তবে মামলা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।