ঢাকা
১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ১০:১৫
logo
প্রকাশিত : জানুয়ারি ২৩, ২০২৫

মনপুরায় অনলাইন প্রতারণায় ৩০ লাখ টাকা হারিয়ে সর্বশান্ত গ্রামীণফোনের ম্যানেজার

সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় হোটালা ইভেন্টস-৭০৪৪ (HOTALA EVENTS 7044) নামক অনলাইন প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বশান্ত গ্রামীণফোনের এক ডিস্ট্রিবিউটর ম্যানেজার। উপজেলাধীন গ্রামীণফোনের ঠিকাদারি প্রতিষ্ঠান কাইফ এন্টারপ্রাইজের ইউনিট-২ এর ম্যানেজার মোঃ মজিবুর রহমান রিগানের কাছ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে অনলাইন প্রতারক অ্যাপ 'হোটালা ইভেন্টস-৭০৪৪' (HOTALA EVENTS 7044)।

বৃহৎ অংকের টাকা হারিয়ে সর্বশান্ত ম্যানেজার বাদী হয়ে বুধবার রাতে মনপুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

অভিযোগ সূত্র জানা যায়, এবছরের ৭ জানুয়ারি অনলাইন টেলিগ্রাম ভিত্তিক 'হোটালা ইভেন্টস ৭০৪৪' (HOTALA EVENTS 7044) অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে একটি গ্রুপে যুক্ত হন গ্রামীণফোনের ওই ডিস্ট্রিবিউটর ম্যানেজার।

গ্রুপের এডমিনের সাথে কথা-বার্তা শেষে তিনি উক্ত গ্রুপে ৫ হাজার টাকা ইনভেস্ট করেন। গ্রুপ থেকে তাকে তাৎক্ষনিক ১৮০০ টাকা লভ্যাংশ বিকাশে পাঠায়। লভ্যাংশ পেয়ে তাদের শর্ত মতে ১৮ জানুয়ারি ১১ হাজার টাকা ইনভেস্ট করলে হোটালা এ্যাপ থেকে তার বিকাশে ১৪ হাজার টাকা লভ্যাংশ পাঠায়। পরে আরও বেশি অংকের ইনভেস্ট করলে আরও বেশি লাভ পাওয়া যাবে বলে জানায় অ্যাপের এডমিন। এডমিনের কথায় লোভে পড়ে আসক্ত হয়ে পড়েন ওই ম্যানেজার।

পরবর্তীতে ৩০ হাজার টাকা করে ১০৬ টি নম্বরে বিকাশের মাধ্যমে মোট ৩০ লক্ষ ৭১ হাজার ২৩৪ টাকা লেনদেন করেন তিনি। লেনদেনের পর ২০ থেকে ২১ জানুয়ারি উক্ত 'হোটালা অ্যাপ-৭০৪৪' বন্ধ পেয়ে তিনি এডমিনদের সাথে যোগাযোগের চেষ্টা করেন। এডমিনদের মোবাইল নম্বরগুলো বন্ধ পেয়ে নিরুপায় হয়ে তিনি মনপুরায় থানায় সাধারণ ডায়েরি করেন।

তবে অনলাইর প্রতারক চক্র 'হোটালা ইভেন্টস-৭০৪৪' এ ইনভেস্টের সকল টাকা বিকাশ ও নগদের এজেন্টদের অ্যাকাউন্ট থেকে সুকৌশলে পাঠিয়েছেন বলে জানিয়েছেন উপজেলার হাজীর হাট বাজারের একাধিক ব্যবসায়ী।

এদিকে গ্রামীণফোনের ঠিকাদারি প্রতিষ্ঠান কাইফ এন্টারপ্রাইজের ইউনিট-২ এর ম্যানেজার মোঃ মজিবুর রহমান রিগান'র অনলাইন প্রতারনায় সর্বশান্ত হওয়ার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ৩০ লক্ষ ৭১ হাজার ২৩৪ টাকা লেনদেনের মাধ্যমে বিকাশ ও নগদের এজেন্ট হাওলাদার স্টোর বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে সূত্র।

উক্ত ম্যানেজারের সর্বশান্ত হওয়ার খবর পেয়ে ক্ষতিগ্রস্থ এজেন্ট কোম্পানী বিকাশ ও নগদের এরিয়া ম্যানেজারবৃন্দ ছুটে এসেছেন মনপুরায়। বিষয়টি অনুসন্ধানের মাধ্যমে খতিয়ে দেখছেন বলে জানান তারা।

এব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান কবির জানান, অনলাইন প্রতারক চক্রের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পেয়েছি। অনুসন্ধানের ভিত্তিতে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram