সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) উদ্ধারকৃত প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় সিগারেট ও বিড়ি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবির সদর দপ্তরে এসব অবৈধ সামগ্রী ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, সিলেট কাস্টমসের উপ-কমিশনার, প্রভাত কুমার সিংহ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ মিলু, ৪৬ বিজিবি ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন ও শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।
৪৬ বিজিবি ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন জানান, গত ২১ আগস্ট ২০২২ তারিখ হতে ৯ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ৬৮,৪১,০৩৫টি ভারতীয় নাসির পাতার বিড়ি এবং ৩৩,৬০০টি ভারতীয় সিগারেট আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত ভারতীয় নাসির পাতার বিড়ির মূল্য ১ কোটি ৩৬ লক্ষ ৬১ হাজার ৩শ ৭০ টাকা এবং সিগারেটের মূল্য ২লক্ষ ৯৬ হাজার ৫শ টাকা, যা সর্বমোট ১ কোটি ৩৮লক্ষ ৫৭ হাজার ৮শ ৭০টাকা।