ঢাকা
১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ২:৪৯
logo
প্রকাশিত : জানুয়ারি ১৮, ২০২৫

ছাতকের বাউসায় সুরমা নদীর ভাঙ্গনে শতাধিক পরিবার নিঃস্ব 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে যুগ যুগ ধরে ভয়াবহ তান্ডব চালাচ্ছে স্রোতস্বিনী সুরমা নদী। সবচেয়ে ভয়াবহ তান্ডবলীলা চালিয়ে ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর, আন্ধারীগাও, কেশবপুর ও বাউসা এলাকায়। বহুকাল ধরে চলে আসা নদী ভাঙ্গনে বিলীন হয়েছে এই এলাকার ঘরবাড়ি, স্কুল, মসজিদ, বাজার, সড়ক ও কয়েক শত একর ফসলী জমি। নদী ভাঙ্গনের কবলে পড়ে এখানকার বহু পরিবারকে ৩/৪ বার করে ঘরবাড়ি ভিন্ন স্থানে বদল করতে হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন কেশবপুর গ্রামের মানুষ। সরকারী ভুমি মানচিত্রে কেশব মৌজার নাম লিখা থাকলেও, টানা কয়েক যুগ ধরে বহমান নদী ভাঙ্গনে বাস্তবে অস্তিত্ব নেই কেশবপুর মৌজার। পুরো মৌজার জমি ও মানুষের ঘরবাড়ি গিলে খেয়েছে রাক্ষসী সুরমা।

একইভাবে সুরমা নদীর ভাঙ্গনে আন্ধারীগাও, কড়িরগাও, বাউসা গ্রামের অধিকাংশ পরিবার হয়েছেন গৃহহারা। সুরমা নদীর ভাঙ্গনের ফলে ছাতক-সুনামগঞ্জ ভায়া দোহালিয়াবাজার সড়কটিও একাধিকবার স্থান পরিবর্তন করতে হয়েছে। এরপরও শেষ রক্ষা হয়নি অতি গুরুত্বপূর্ণ এই সড়কটির। মল্লিকপুর, আন্ধারীগাও, কড়িরগাও, কেশবপুর ও বাউসা এলাকায় অব্যাহত নদী ভাঙ্গনের হুমকীতে রয়েছে ছাতক-সুনামগঞ্জ ভায়া দোহালিয়াবাজার সড়ক। এ সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করেন ৪/৫টি উপজেলার মানুষ। আদিকাল থেকে ছাতক পাথর, বালু ও চুনাপাথর ব্যবসার জন্য প্রসিদ্ধ। যেখানে কর্মসংস্থান চালিয়ে নেন কয়েক সহস্রাধিক মানুষ। আর এই ব্যবসার ডাম্পিং চাইটের জন্য খুবই উপযোগী হলো ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর থেকে বাউসা এলাকা। কিন্তু সুরমা নদীর তীব্র ভাঙ্গনে অনেক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে। কেউ কেউ ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ হয়ে ব্যবসা বন্ধ করে দিয়েছেন। এজন্য অনেকে আবার ব্যাংকের ঋন পরিশোধ করতে দিশেহারা। সবকিছু মিলিয়ে শত শত পরিবারকে বেকারত্বের খাতায় নাম লিখিয়ে নিতে হয়েছে। ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ নেয়া না হলে আবারো এ সড়কটি ভেঙ্গে যাওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে।

এছাড়া সরকারী ভুমি মানচিত্রে নাম থাকলেও বাস্তবে কোন অস্তিত্ব নেই কেশব নামক মৌজার। কেশব পুর গ্রামের সবগুলো পরিবারের বসতঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, সুরমা নদীর তীরে অবস্থিত বাউসা বড় মসজিদের দেয়াল ও ছাদে ফাটল দেখা দিয়েছে।

স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, মসজিদটি ঝুঁকি পূর্ণ হওয়ায় ১ বছর আগেই এখানে নামাজ পড়া বন্ধ করে গ্রামের অন্যত্র আরেকটি মসজিদ নির্মান করেছেন গ্রামবাসী। নদীর তীব্র ভাঙ্গনে নদী তীরে স্থাপিত শতাধিক পাথর ভাঙ্গার মেশিন ঝুঁকিতে থাকায় অনেক ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিয়েছেন। ফলে বেকার হয়ে পড়েছেন এলাকার খেটে খাওয়া মানুষ। স্থানীয় ব্যবসায়ীরা নদী ভাঙ্গন স্থানে একাধিকবার জিও ব্যগ ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করেছেন। তারপরও থামানো যাচ্ছে না নদী ভাঙ্গন। বর্ষাকালে নদী ভর্তি পানি থাকায় ভাঙ্গন কম হয়। কিন্তু শুষ্ক মৌসুমে নদীর পানি কমে যাওয়ায় ভাঙ্গন ব্যাপক আকার ধারণ করে। বর্তামানে বাউসা গ্রামের অংশে ছাতক-সুনামগঞ্জ ভায়া দোহালিয়াবাজার সড়ক, বাউশা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বহু ব্যবসা প্রতিষ্ঠান হুমকির মুখে রয়েছে।   

স্থানীয় বাসিন্দ ও ছাতক সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নূরুল হক জানান, প্রায় অর্ধশত বছর ধরে দেখে আসছি সুরমা নদীর তীব্র ভাঙ্গন। প্রতি বছর চোখের সামনেই ভেঙ্গেছে মানুষের ঘরবাড়ি, ফসলী জমি, স্কুল, মসজিদ ও সড়ক। তিনি নিজেও সুরমা নদীর ভাঙ্গনে ঘরবাড়ি হারিয়েছেন বলে জানান। 

স্থানীয় পাথর, বালু ব্যবসায়ী আতিকুর রহমান শাওন জানান, ক'বছর আগে তিনি একটি কারখানা স্থাপনের জন্য জমি কিনেছিলেন। এরপর থেকে নদী ভাঙ্গনে তাঁর প্রায় ২বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। জনস্বার্থে সরকারি ভাবে নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী জানান আতিকুর রহমান শাওন।

ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শামছু মিয়া জানান, সুরমা নদীর ভাঙ্গন কবলে পড়ে ব্যবসায়ীরাসহ স্থানীয় লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীগণ ব্যবসার জন্য নেয়া ব্যাংকের ঋণ পরিশোধ করতে হিমসিম খাচ্ছেন।

ছাতকে সদর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার আলী হোসেন জানান নদী ভাঙ্গনের বিষয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। এখন পর্যন্ত ভাঙ্গন রোধে পাউবো কার্যকর কোন পদক্ষেপ গ্রহন করেনি। বাউসা এলাকায় নদী ভাঙ্গন রোধে উদ্যোগ নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram